আমাদের কথা খুঁজে নিন

   

ভাটিতে পড়ে থাকে এক পা ওয়ালা বকের মত দুঃখগুলো



১৩০) ভাটিতে পড়ে থাকে এক পা ওয়ালা বকের মত দুঃখগুলো ক্রীতদাসের মত হাঁটুর কাছে বসে একদিন চেয়েছিলে হাত দু'টো। শুধু হাত দু'টো ধরবার প্রার্থনাই বারবার । এবং বলেছিলে চোখ দু'টো জমা রেখে গেছো আমার কাছে যেনো মনে রাখি ! কাগজে কলমের ছোপে ভরে যায় হৃদয়ের ভাবাবেগ যত ! ইচ্ছে করে কবি হাসনা হেনার মত দারুণ একটা কবিতা লিখি ! নিজের ভালোলাগাগুলো উজার করে দেই সেই কবিতায়। কতটুকু অনুভব,কতটুকু ইচ্ছাদের নিয়ে ধাবিত তোমার প্রতি। সব কথা বলে দেই সবখানে।

ইথারে ইথারে। কাগজের বুকে। বাতাসের কানে কানে। অজস্র না এ ভরা জীবন তখন। একটা বিড়ালের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল জীবনের প্রথম ক্ষত।

এরপর কানের দুল,গলার মালা। প্রিয় কবিতার বই। প্রথম হাত ঘড়ি। প্রথম প্রেমের চিঠি। সবকিছু একে একে না এর কাছে সমর্পিত।

দু'চোখের কান্নাকে ভুলাবার কার সাধ্যি তখন! কেঁদে কেঁদেই ব্যাকুল সুখ। আমার আকাশে তারা হয়ে যদি আসো কোনদিন। কিংবা বাতাসের গায়ে চেনা গন্ধ হয়ে। আমি খুব আপন আলোর মত তোমার হৃদয়ের খুব কাছে দাঁড়াবো একদিন বলেছিলাম আমি। ভালোবাসার ধূসর পায়রাটা কি করে হারালো অপেক্ষার ৬১৪ টি রাত বলে যাবো ডেকে ভালোবাসার অযুত নিযুত অদেখা প্রহরের অভিলাষ হবে নাতো শুধুই শুভংকরের ফাঁকি! বিজন জ্যোছনায় বসে হিসাব নিকাশের একটা মিছিল না হয় হলো যার স্লোগান জুড়ে ভালোবাসার উতল নদীতে ভেসে বেড়ানোর অজস্র দাবী।

স্রোতে ভেসে ভেসে যা শুধু উজানেই বায়। ভাটিতে পড়ে থাকে আমার এক পা ওয়ালা সাদা বকের মত দুঃখগুলোন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।