গন্তব্য সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার লামাগাও ভায়া তাহিরপুর ।
জামালগঞ্জে সুরমা নদী পার হলাম ।
ছন্নার হাওড় ।
সুরমা নদী পার হয়েই এই হাওড় ।
আমাদের প্রাণের আলো ।
বেহেলী প্রাইমারী স্কুলে যাত্রা বিরতি । বেহেলী গ্রামে সদ্যপ্রয়াত প্রখ্যাত কমিউনিস্ট নেতা বরুণ রায়ের বাড়ী ।
শনির হাওড়ের বুকে জামালগঞ্জ-তাহিরপুর রোড ।
শনির হাওড় এখন ।
ধূ-ধূ মাঠ ।
টাঙ্গুয়ার হাওড় এখন । এটি দেশের ২য় রামসার এলাকা ।
টাঙ্গুয়ার হাওড় । দূরে খাসিয়া জৈন্তা পাহাড়ের আবছায়া ।
আমার সোনার বাংলা ।
সরিষার ক্ষেত ।
জয় মা কালী । তাহিরপুরের শ্রীপুর ইউনিয়ন অফিসের সামনে কালী মন্দির ।
নদী তোরে চিনলাম না । স্থানীয় নদী, নাম জানি না ।
আমাদের ছোট নদী চলে বাকে বাকে । স্থানীয় নদী, নাম জানি না ।
শনির হাওড়ে অস্তরাগ ।
শনির হাওড়ে সূর্যডুবি ।
শনির হাওড়ে অস্তরাগ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।