আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের এ্যাডসেন্স :: ইউজার ফোরাম



আমি সামু ব্লগের একজন নুতন অতিথী। আমি কম্পিউটার নিয়ে পড়াশুনা করছি খুলনায়। গুগলের এ্যাডের ব্যাপারটা আগে থেকেই জানতাম কিন্তু উতসাহ (ক্ষমা করবেন,খন্ড ত পেলাম না) পাইনি। সাম্প্রতিক সময়ে এটা নিয়ে খুব হইচই হচ্ছে। তাই আমিও আর বসে থাকতে পারলাম না।

শুরু করলাম ব্লগিং। আমার ব্লগের আ্যাড্রেস হল http://download-at-now.blogspot.com আমি এখানে নানা রকম জিনিস ডাউনলোডের জন্য দিচ্ছি। সবগুলোই ক্রাক সহ। যা হোক,আপনাদের ইচ্ছা হলে একবার গিয়ে ঘুরে আসতে পারেন। কথা দিচ্ছি , কিছু না কিছু আপনার ভালো লাগবেই।

আর যা খারাপ লাগবে তাও জানাবেন। এবার মূল কথায় আসি। গুগল থেকে টাকা আনতে গেলে একটা বড় সংখ্যক ভিজিটর লাগবে আপনার সাইটে রেগুলার। তা না হলে আপনার টাকা আসবে না। আবার ক্লিক ফ্রড (ইচ্ছাকৃত ক্লিক) ধরার ব্যবস্থাও গুগলের আছে।

তাই অল্পকিছু ব্যবহারকারী যদি রেগুলার আপনার এ্যাডে ক্লিক করে তো আপনি শেষ। তাই আমি চিন্তা করলাম সকল অ্যাডসেন্স ব্যবহারকারীকে নিয়ে একটা ব্লগ খূললে কেমন হয়?তারপরে একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সবাই যদি পরস্পরকে সাহায্য করতে পারি তো সবারই লাভ। তবে অবশ্যই কেঊ কারও ক্ষতি করব না। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। সবাই সাড়া দিলে এটা সম্ভব।

অল্প অল্প ধীরে ধীরে , আসুক গুগলের টাকা আমাদের ঘরে ঘরে!!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।