প্রবিত্র কোরআন শরীফের দুইটি আয়াত ভিডিও গেমের সংগীতে সন্ধান পাওয়ার কারণে বিশ্বখ্যাত ইলেক্ট্রনিকস কোম্পানী "সানি" তাদের সকল বাজার জাত কপি বিক্রয় বন্ধ ও ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। "লিটিল বিগ প্ল্যানেট" নামে এই ভিডিও খেলাটি আগামী ২৩ শে অক্টোবর থেকে বাজারে বিক্রয় প্রস্তুতি সম্পন্ন হয়ে ছিল।
আন্তর্জাতিকখ্যাত জাপানের সনি কোম্পানীর পক্ষে এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিটিল বিগ প্ল্যানেট" ভিডিও খেলাটি সর্বশেষ বাজারজাত ও বিক্রয় প্রক্রিয়ার পুনরীক্ষণ করার প্রক্কালে এই জিনিষটি ধরা পরে। ভিডিও খেলাটির আবাহ সংগীতে প্রবিত্র কোরআনের উদ্ধৃতি কি ভাবে যুক্ত হলো, সেই প্রসঙ্গ এড়িয়ে এই কর্মকর্তা অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের উদ্দেশ্য বিনীত ক্ষমা প্রর্থনা করেন।
ভিডিও খেলাটির গানে যে দুটি কোরআনের আয়াত পাওয়া যায় সেটি হল, প্রত্যেক আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে "كل نفس ذائقة الموت এবং দ্বিতীয় আয়াতটি হল, كل من عليها فان" পৃথিবীর সকল কিছু একদিন বিলীন হয়ে যাবে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।