আমাদের কথা খুঁজে নিন

   

এবার সানির অ্যাকশন

সব কিছুই পরখ করে দেখতে চাচ্ছেন সানি লিওন। পর্ণো ছবি থেকে 'জিসম-২' এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান এ পর্নো তারকা। এবার নামছেন অ্যাকশন সিনেমায়। 'টিনা অ্যান্ড লোলো' শিরোনামের চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

দেবাঙ্গ ঢোলাকিয়া পরিচালিত ছবিটিতে একজন পরিপূর্ণ অ্যাকশন গার্ল হিসেবেই নিজেকে তুলে ধরবেন সানি।

তবে তাকে যারা ভিন্নভাবে দেখতে চান সেই দর্শকদেরও হতাশ করছেন না মোটেই। এখানেও থাকছে আবেদনময়ী সানির অন্তরঙ্গ দৃশ্য। একইসঙ্গে অ্যাকশন ও আবেদনময়ী দুই সানিকেই পাওয়া যাবে টিনা অ্যাণ্ড লোলোকে।

তবে চাইলেই তো আর পর্ণো থেকে অ্যাকশন তারকা হওয়া যায় না। এজন্য শরীরটাকেও একটু পিটিয়ে শক্ত করা চাই।

আর কিছুটা কলা-কৌশল রপ্ত না করলেই যে নয়। তাই সানিকে বেশ কিছু কঠিন প্রশিক্ষণও নিতে হবে।

পরিচালক দেবাঙ্গ বলেন, সানি এখন তার অন্য কাজ নিয়ে ব্যস্ত আছেন। অন্য সিনেমাগুলোর শুটিং শেষ হলেই তিনি ওই সিনেমার জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ শুরু করবেন। তিনি আরও জানান, বেশ কয়েকটি বিশেষ ধরনের অ্যাকশন দৃশ্য থাকছে সিনেমাটিতে।

তবে এ ব্যাপারে এখনই খুলে বলা সম্ভব না। এপ্রিলের শেষেই সানিকে নিয়ে শুটিং শুরু করবেন বলে জানান দেবাঙ্গ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.