বক্স অফিসে ‘রাগিনি এমএমএস টু’ সুপার ডুপার হিট। প্রযোজক একতা কাপুর থেকে সানির ফ্যানেরাও বলছেন এই ছবির একটাই ইএসপি। আর তাঁর নাম হল সানি লিওন। অন্যদিকে সানি অবশ্য ছবির বক্স রিপোর্ট নিয়ে খুশি হলেও,অল্প একটু দুঃখও পেয়েছেন।
সুন্দরী সানি একটু যেন রেগেই আছেন সেন্সর বোর্ডের উপর।
ছবি মুক্তির আগে ‘রাগিনি এমএমএস টু’কে প্রোমোট করার জন্য বেশ কিছু রগরগে দৃশ্য শ্যুট করা হয়েছিল, সেই দৃশ্যগুলো অবশ্য সিনেমা থেকে বাদ দিয়ে দেয় সেন্সর বোর্ড। আর তা নিয়ে প্রথমে আপত্তি না থাকলেও, সানি ইদানিং মনে করছেন সেন্সর বোর্ডের উচিত হয়নি এরকম করা। কারণ দৃশ্যগুলো থাকলে ‘রাগিনি এমএমএস টু’ আরও বেশি হিট হত বলে মনে করছেন সানি লিওন।
সম্প্রতি সেন্সর বোর্ডকে এক চিঠি লিখে দৃশ্যগুলিকে পুনরায় ছবিতে ব্যবহার করার অনুমতি চাইলেন সানি। চিঠিতে সানি জানিয়েছেন প্রয়োজনে ছবিতে প্রাপ্ত বয়স্ক ট্যাগও লাগানো যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।