আমাদের কথা খুঁজে নিন

   

নয়ন্তী নয়ন থেকে চিরদিন পাক হৃদয়ে ঠাঁই

http://www.myspace.com/423882880/music/songs/31785002

নয়ন্তী চলে গেছে। ব্লগার বন্ধু সাইদ ইতিমধ্যে আপডেট জানিয়েছে আমার পোস্টে। আমি নিজেই অব্শ্য অনেকদিন কোনো খোঁজ খবর পাইনি নয়ন্তীর বাবা-মা বা ওর আত্মীয়-স্বজনদের কাছ থেকে। গতকাল আমাকে ওর বাবা মানে মোস্তাক ভাইয়ের এক বন্ধু ফোনে জানালো নয়ন্তী গত ২৯ সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গেছে। আমি এর আগে নয়ন্তীর চিকিৎসা চলাকালীন অর্থসংকটের কথা বলেছি। তবে আমি বিশ্বাস করতে চাইনা এরকম কোনো সংকট নিষ্পাপ , ছোট্ট নয়ন্তীকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে!!! দু:খ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবারও ধন্যবাদ জানাচ্ছি সামহোয়ার কে এবং হাত বাড়িয়ে দেয়া বন্ধুদেরকে। বিদেহী নয়ন্তীর জন্য ও তাঁর বাবা মার জন্য সবাই দোয়া করবেন-এই প্রত্যাশা করি। নয়ন্তী ভালো থাক, হাসি খুশি থাক- নয়ন থেকে পাক হৃদয়ে ঠাঁই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।