আমাদের কথা খুঁজে নিন

   

এভাবে আমাদের সকলের সহযোগিতায় বিধাতা শাশ্বত, জারীফ, নয়ন্তী এর মত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মানুষদেরকে বাঁচিয়ে তুলবে।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

আমাদের চারপাশে কত অসহায় গরীব মানুষ আছে। তারা কেউ কেউ খুব বেশী সমস্যা না পড়লে আপনার কাছে সাহায্যের কথা বলবে না। তাদেরই একজন শাশ্বত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ১ম বর্ষের ছাত্র। জটিল রোগের আক্রান্ত। চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকার মত দরকার।

যা তার গরীব পিতার পক্ষে বহন করা সম্ভব না। আহবান করেছেন সাহায্যের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আল মামুন স্যারের আহবানে সাড়া দিয়ে আমাদের ভার্চুয়াল জগতের ব্লগার ভার্চুয়ালীতি ভেঙ্গে বাস্তবে এক হয়েছে। চেষ্টা করতেছে শাশ্বত'র চিকিৎসা ব্যায়ের অর্থ সংগ্রহ করতে। এরি প্রেক্ষিতে গত শুক্রবার ও শনিবার ব্লগাররা বসুন্ধরা সিটি'র সম্মুখে দাঁড়িয়েছিল শাশ্বতের জন্য অর্থ সংগ্রহের।

আগামী শুক্র ও শনিবারও বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের অনুমতি আছে ক্যাম্পেইন করার। এছাড়াও ব্লগাররা প্রথম আলো'র সহযোগিতায় একটি কনচার্ট করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন কোম্পানীর কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আবেদন জানাবে। এছাড়া অন-লাইন পেমেন্টে-এর পদ্ধতিও আছে। যেখানে আপনি যতটুকু সহায়তা করবেন দু'টি অনলাইন কোম্পানীও ততটুকু সাহায্য করবে। ব্লগ মনে হয় থেমে গেছে, শাশ্বতকে ভুলে গেছে।

ভাই শাশ্বত আপনার দিকে চেয়ে। আপনার একটু সাহায্য-সহযোগিতায় শাশ্বত আবার আমার আপনার মত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। হউক না সেটা শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে। এভাবে আমাদের সকলের সহযোগিতায় বিধাতা শাশ্বত, জারীফ, নয়ন্তী এর মত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মানুষদেরকে বাঁচিয়ে তুলবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.