আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফ'র গুলিতে ফের বাংলাদেশি আহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (২৮) নামে ফের এক  বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তে এ ঘটণা ঘটে।

সূত্র জানায়, গরু ব্যবসায়ী আনোয়ার সীমান্তের ওপারে ভারতে অনুপ্রবেশ করলে  ১২১ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আহত ওই গরু ব্যবসায়ী কোনো রকমে বাংলাদেশে পালিয়ে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক আলমগীর হোসেন ঘটণাটি শুনেছেন বলে জানান। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।