/
ট্রেন ছুটে চলছে
রঙচঙহীন মরচে পড়া শরীরে
হেলতে দুলতে
দুই শত বছরের পুরানো পাথর
ক্ষয়ে যায়
শিটিয়ে যাওয়া ইস্পাত এখনও অপরিবর্তিত
নামফলকে অতিক্রান্ত পথের দূরত্ব
সামনের সবকিছু দৃষ্টির মতই ঘোলাটে
.................স্বপ্নহীন
........................মরে যাওয়া আকাঙ্খার মত
বৃদ্ধার হারিয়ে যাওয়া গোলাপি কিশোরী পোশাক
রেললাইন পার করে গেছে
দুশো বছরের বালিকারা বিস্মিত হয়ে তোমাকে দেখেছে
রেলগাড়ি,
তাদের অবাক চোখের কথা কি ঠিক জায়গায় পৌঁছেছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।