তিনি জানতে চাইলেন আমার জমা-ইজা, হিসেব-নিকেশ,
খরচপাতির সম্পূর্ন তালিকা। লেনা দেনার যাবতীয় ফিরিস্তি।
আমি সবিনয়ে বললাম, আমি তো কবি। তৃতীয় বিশ্বের মানুষ।
জীবনের জয়গানে জয়ী হবো বলে বেছে নিয়েছি প্রথম বিশ্ব।
অতএব হতেই পারে ভুলচুক। নিবন্ধক বললেন। তারপরও
দেখতে চাই, আপনার ক্রেডিট হিস্ট্রি । আমি বললাম, দেউলিয়া
হতে হতে বেঁচে গেছি। কখনও হয়েও গিয়েছি দেউলিয়া।
ধ্বংশ
হতে হতে নির্মাণ করেছি আমার বিস্তৃত ফেরিসংখ্যা। ঋতুজলে
ভেসে গিয়ে যেমন পূর্ণতা পায় দেউলিয়া প্রাচীন মাঘের দেবসূর্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।