কবিতা পড়তে ভালবাসি............।
Acrostic কবিতা হচ্ছে এমন একটি ধরনের কবিতা যে কবিতার প্রতিটি পংক্তির আদ্যাক্ষর দিয়ে একটি অর্থবোধক শব্দ হয়। আমি যতদূর জানি এই ধরনের কবিতা প্রথম ইংরেজী সাহিত্যে রচিত হয়। বাংলা সাহিত্যে এই ধরনের কবিতা প্রথম লিখেন কবি মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটির সবগুলো পংক্তির আদ্যাক্ষর একসাথে মিলে তার এক বন্ধুর নাম হতো।
সেই কবিতাটি পড়ে আমিও এই ধরনের কবিতার প্রতি আকৃষ্ট হই। কিছু কবিতাও লিখে ফেলি কোনো এক সময়। আমি সাধারণত বন্ধুদের জন্মদিনে তাদের নাম দিয়ে কবিতা লিখে উপহার দিতাম। সবাই খুব খুশি হতো এই ব্যতিক্রমী উপহার পেয়ে। সেগুলোই ধারাবাহিক ভাবে পোষ্ট করবো সবার ভালো লাগলে.........
১...
ফাঁদ্গুলো আমি জানি অনেক গভীর
হাত যায়না অতদূরে তবুও স্থির
দশমীর চাঁদের মতোন ক্ষয়ে যাওয়া ভিড়
রহস্যের, ভালোবাসার এবং সমাধির
হয়তো বুঝে যাবি কোথাকার কোন পরিধির
মাস্তুল ভেঙ্গে যাওয়া সেই জাহাজীর
নয়নের গাঢ় জল শেষ জলধির
দ্রষ্টব্যঃ এই কবিতাটির সবগুলো লাইনের প্রথম বর্ণ মিলে আমার এক প্রিয় বন্ধুর নাম হয় (ফাহাদ রহমান)।
পাঠকদের অনুধাবনের জ্ঞাতার্থে।
২......
বর্ধিত শ্রাবণের আচানক প্রেমপত্রে
দম্ভিত হৃদয়ের সবকটা চোখ
রুঢ় ভবিষ্যতের কামার্ত পানপাত্রে
লজ্জিত বর্তমানের অসহায় চুমুক।
আমাদের ভালোবাসা তাই ইদানিং নির্বাসিত বিরহে
লংমার্চ শহরের পথে পথে প্রেমহীন স্বর্গের মোহে,
মন্থর আবেগের চোরাস্রোত তবুও ধীরে যায় বহে। ।
দ্রষ্টব্যঃ এই কবিতাটিরও সবগুলো লাইনের প্রথম বর্ণ মিলে আমার এক প্রিয় বন্ধুর নাম হয় (বদরুল আলম)।
পাঠকদের অনুধাবনের জ্ঞাতার্থে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।