আমাদের কথা খুঁজে নিন

   

আমার Acrostic গুলো......২

কবিতা পড়তে ভালবাসি............।

Acrostic নিয়ে আগে একটা পোষ্ট দিয়েছিলাম। অনেকেই পছন্দ করেছিলেন। সেজন্যই এবার আবারো লিখার সাহস পাচ্ছি। যাই হোক Acrostic এর পটভূমিটা আরেকবার বলে নেই।

Acrostic মূলতঃ ইংরেজী সাহিত্যে প্রথম প্রচলিত হয়। Acrostic কবিতার প্রতিটি পংক্তির প্রথম অক্ষরগুলো মিলে একটি অর্থবোধক শব্দ বা বাক্য গঠন করা যায়। গঠনরীতির অভিনবত্ব ও মৌলিকতার কারনে পরে তা বিভিন্ন ভাষায় ছড়িয়ে পড়ে। বাংলা সাহিত্যে এর প্রথম প্রচলন ঘটান অসাধারন প্রতিভাবান ও বাংলা কবিতার অনেক নতুন ধরনের জনক মাইকেল মধুসূদন দত্ত। তিনি কবিতাটি তাঁর এক প্রিয় বন্ধুকে নিয়ে লিখেন।

কবিতাটি আপাতত আমার সংগ্রহে নেই তবে পাওয়ার সম্ভাবনা আছে। পেলে তুলে দিবো। এখনো পর্যন্ত আমার পড়া শ্রেষ্ঠ Acrostic সেটাই। যাই হোক, সেই Acrostic পড়ে এতোটাই প্রভাবিত হই যে লিখার চেষ্টা করি। সেগুলো থেকেই তিনটা তুলে দিচ্ছি আজকে, কেমন লাগলো, সেই মন্তব্য আশা করছি......... ১... মাধুর্যেরও শেষ আছে, বৃত্তের যেমন পরিধি হয়ে যায় শুন্য কত, বিশাল জলধি ফুল এবং ভুল তবু ফোটে এবং ঘটে জলের মতোন জ্বলে উঠা অচুম্বিত ঠোঁটে।

(পাঠকদের অনুধাবনের জ্ঞাতার্থেঃ এই কবিতার প্রথম অক্ষরগুলো দিয়ে হয় মাহফুজ) ২...... রাতগুলো খুব স্বপ্নীল, তার চোখের মতই আধুনিক কিংকর্তব্যবিমুঢ় সময়, ভালোবাসার মতই কাব্যিক বন্ধুত্ব আসলে ভান, শেয়ালের মত ধুর্ত, বেজায় সামাজিক। (পাঠকদের অনুধাবনের জ্ঞাতার্থেঃ এই কবিতার প্রথম অক্ষরগুলো দিয়ে হয় রাকিব) ৩......... সাজানো ভালোবাসায় প্রেমের মিথ্যে অভিনয় ইত্যাদি ইত্যাদি বলে চলে গেল অবশেষে ফুটন্ত জলও বোধ করি এই বিরহের মতই লংঘন করি না সীমা যদিও থাকে অসীমে সে। (পাঠকদের অনুধাবনের জ্ঞাতার্থেঃ এই কবিতার প্রথম অক্ষরগুলো দিয়ে হয়, সাইফুল। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.