যশোরের ৪টি আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঘোষণাঃ
যশোরের ৪টি নির্বাচনী আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তাদের প্রার্থী ঘোষণা করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে যশোরে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিই প্রথম তাদের প্রার্থিতা ঘোষণা করল। ওয়ার্কার্স পার্টি যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতে তাদের প্রার্থী ঘোষণা করেছে। সংগঠনের জেলা কমিটি এক সভার মাধ্যমে গতকাল এ সিদ্ধান্ত ঘোষণা করে। যশোর-৩ (সদর) আসনে প্রফেসর আফসার আলী, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে কমরেড ইকবাল কবীর জাহিদ, যশোর-৫ (মনিরামপুর) আসনে কমরেড আবদুল হামিদ গাজী এবং যশোর-৬ (কেশবপুর) আসনে এডভোকেট আবু বকর সিদ্দিকী প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। ইতিমধ্যে তারা নির্বাচনী জনসংযোগও শুরু করেছেন।
জেলা ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির প্রার্থী ঘোষণায় যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে জেলা কমিটির সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ বলেন, প্রার্থী ঘোষণার বিষয়টি পার্টির স্থানীয় সিদ্ধান্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।