আমাদের কথা খুঁজে নিন

   

অন্য রকমের ভাল লাগা ! - পেয়ারা পর্ব

LOVE / DEVOTION / FEELINGS / EMOTION

প্রতিদিন অফিসে আসার সময় নিরব কিছুটা পথ হেঁটে পাড়ি দিতে হয়। অসম্ভব সুন্দর একটা যায়গা- চারিদিকে বিভিন্ন রকমের গাছ, হরেক রকমের ফল ও ফুল মনকে প্রশান্তিময় করে তোলে। সকালের মিষ্টি রোদ-ছায়া পাখির ডাক সব মিলিয়ে চমৎকার পরিবেশ। হাতের খুব নাগালেই টুনটুনিরা দোল খায়। আমি প্রায়ই থমকে দাড়িয়ে ওদের খেলা দেখি --- একদিন নিরবে হাঁটছি, আশে-পাশে কেউ নেই হঠাৎ একটা ডাক শুনে থমকে দাঁড়ালাম।

নাহ্ কেউ নেই। অবচেতন মনের খেয়াল ভেবে আবার হাঁটতে গেলাম ডাক আসলো "স্যার, এইডা ধরেন" তাকিয়ে দেখি আমার ঠিক মাথার উপর গাছের ডালে বসে দাড়োয়ান দাঁত কেলানো হাসি দিয়ে বললো এইডা ধরেন স্যার, বলেই সরাসরি ডেলিভারি। একটা পেয়ারা। দাগওয়ালা, অসম্ভব এবড়ো- খেবড়ো (দেখতে কম সুন্দর মানে আট/দশটা যেমন থাকে আর কি) পেয়ারাটা হাতের তালুতে ক্যাচ ধরলাম। অপ্রস্তুত টা এড়ানোর জন্য বললাম- কি দরকার ছিলো ! ধন্যবাদ দিয়ে চলে আসলাম।

জীবনে বহু পেয়ারা খেয়েছি কিন্তু এত মিষ্টি দূর্দান্ত স্বাদযুক্ত পেয়ারা--- বলে বোঝানো অসম্ভব। কৃতজ্ঞতায় মন কেমন হয়ে গেল, এ পথে অনেকেই যাওয়া- আসা করে কিন্তু আমার ভাগ্যেই এসে পড়লো ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ জীবনে অনেক প্রাপ্তির সাথে ছোট কিন্তু দারুন এক তৃপ্তি - মনে প্রশান্ত অনুভব করিয়ে দেয়। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।