আমাদের কথা খুঁজে নিন

   

হরেক রকমের মানুষ!



চলতি পথে হরেক রকমের মানুষ দেখা যায়। প্রতিটি মানুষ তার নিজের কাজ নিয়ে ব্যাস্ত। তবে আমি কয়েক ধরনের মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি - ধরন এক: এরা বাসে আপনার পাশের সিটে বসে থাকবে। আপনার মোবাইলে কোন কল আসলে প্রথমে আপনার মোবাইলের দিকে অবাক চোখে তাঁকিয়ে থাকবে, দেখলে মনে হবে মঙ্গল গ্রহ থেকে কোন নতুন যন্ত্র আসছে, যা তিনি জীবনে প্রথম দেখল। তারপর কার কল আসছে সেটা দেখে, মেসেজ লিখলে কি লিখছেন তা খুব মনযোগী হয়ে পড়তে থাকে।

আমি অবশ্য তাদের দেখিয়ে করতে পছন্দ করি, ল শালার ভাই কি দেখবি, দেখ? ধরন দুই: আপনি হয়তো কারও সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করছেন, হতে পারে সেটা খুব গোপনীয় কিংবা ব্যাক্তিগত। এরা যে কোন উপায়ে আপনার গল্পের মাঝে ঢুকে যাবে এবং আপনার আলোচনার কেন্দ্রীয় তথা নায়ক চরিত্রে পরিণত হতে চাইবে, সব শেষে আপনাকে কিছু অযৌক্তিক যুক্তি দেখিয়ে চামে কাইটা যাবে। আমি অবশ্য এদের সাথে গল্প করি। ল শালার ভাই কত গল্প করবি, কইরা নে? তৃতীয় ধরন: এরা অবশ্য বুদ্ধিজীবী শ্রেণীর। বাস, ট্রেন অথবা লঞ্চে এরা সচিব দের চাইতেও দেশের কাজ ভাল বুঝে, কিন্তু নিজের কাজটা মনযোগ দিয়ে করে না।

আপনি যখন এদের আলোচনা শুনবেন, তখন আপনার কাছে মনে হবে আপনি একটা বাল। সারা জীবন কি করলেন যে এখন পত্রিকা পড়েও এতো কিছু জানেন না! আমি অবশ্য খুব মনযোগ দিয়েই এদের আলোচনা শুনি। ল শালার ভাই কত চাপা মারতে পারিস, মাইরা নে? চতুর্থ ধরন: এরা শুধু শপিংমলে ঘুরে আর মেয়ে দেখে। তাদের আর কোন কাজ নেই। তাঁরা তাদের বাবা মা অথবা স্ত্রীকে পা ছুঁয়ে সালাম করে আসে, শুধুমাত্র মেয়ে দেখার জন্য।

আমি অবশ্য শপিং এ গেলে এদেরকে খুঁজি। ল শালার ভাই আমারেও মজা কইরা দেখ? পঞ্চম ধরন: এরা হচ্ছে এড মি। বাথরুমে, রান্না ঘর, ড্রেন, পায়খানা, ফেসবুক, প্রেম, মাইয়া,ছাইয়া, সব যায়গাতে তাঁদের একটাই চাওয়া এড মি। আমি অবশ্য এদের এড দেই। ল শালার ভাই তুই সেলেব্রেটি? # আমি বিশ্বাস করি -আপনি ব্যতিক্রম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।