আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্যঃ জাহান্নামের চৌরাস্তা-১

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

অবশেষে সব বাঁধা, ঝামেলা পেরিয়ে আমরা আমাদের আকর্ষণীয় ভাবে সাজানো গাড়িতে উঠলাম। মজার ব্যাপার হলো সাঝবাতির রুপকথাও আমাদের সাথে যাচ্ছে। যদিও উনার আগ থেকে যাওয়ার কথা ছিলোনা। কিন্তু উনি পূজা উপলক্ষে ময়মনসিংহ ছিলো বলে আমাদেরকে এমন ভাবে ধরলো যে আর না করতে পারলাম না।

সীমান্ত ভাই মোটর সাইকেলের ব্যবস্থা করেছে। সমস্ত মালপত্র এবং মোটরসাইকেল একটা পিকভ্যানের মতো গাড়িতে উঠালাম। আমাদের সেই যাত্রাশুরুতে একটা আবেগের পরিবেশের সৃষ্টি হলো। মেডিনোভা ভাবী মেসবাহ য়াযাদ ভাইকে ফোন করে অনেক কিছু বুঝালো। রামুর মা রামুকে অনেক কিছু বললো।

রামুর চোখ দেখলাম ছলছল করতে। সীমান্ত ভাইকে উনার আব্বা এসে দিয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সবাই ল্যাপটপের ব্যবস্থা করেছে। সাজুরে আমার জিপিআরএসটা হাওলাত দিয়েছি। আমি জুম দিয়ে চালিয়ে দিবো।

শেষরাত্রে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু ছবি দিলাম। খুব ভোরে আমরা ঢাকা এসে পৌছালাম। এইখানে শফিকুল ভাই এবং আরো দুইজন আমাদের সাথে উঠলো। আমাদের গাড়ি চলছে সীমান্তের উদ্দেশ্যে।

সবকিছু ঠিক থাকলে আজকেই আমরা সীমান্ত পেরিয়ে যাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।