আমাদের কথা খুঁজে নিন

   

ও মন রমজানের ঐ রোজার শেষে...



ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ। । তোর সোনাদানা বালা খানা সব রাহে লিল্লাহ দে যাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে নিদ। । আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী-মুসলিম হয়েছে শহীদ।

। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। । ঢাল হৃদয়ের তোর তস্তরীতে শিরনী তৌহিদের তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মিদ । ।

--------- (শেষ ৩ অন্তরার অংশটুকুর জন্য কৃতজ্ঞতা আইরিন- এর কাছে। ) কিন্তু এই মজার ঈদে আনন্দের ঈদে চাঁদ দেখা নিয়ে আজও ঘোর গেল না। চাঁদ দেখা কমিটি কি তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারে না??? গুগল সহ সব মুন সিয়িং সাইটে আজ চাঁদ ১-২% দেখাচ্ছে। কিন্তু এখনও ঘোষনা হয়নি। ..... সৌদিতে ঈদ হয়ে গেল।

আমরা কখন গাইব....এই গান.. ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।