আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার খানিকটা

আমি সানু আর এটাই যথেষ্ট বলে মনে করি...

জোলো হাওয়ার সোদা গন্ধ আমি আর পাই না....বাতাসে কেমন যেন বারুদ বারুদ গন্ধ একটা..কোনো কবি বলেছিলেন তাঁর কবিতায়, ....না কবিতার সময় এটা নয়, সে তুমিও জান। জীবনের জানলাগুলো বন্ধ হচ্ছে ক্রমশ...সব, একটাও আর থাকবেনা খোলা...নিঃশ্বাসে ঢোকে বিষ..বড় ভয়, সে আমিও জানি আর তুমিও তা মানো। পরে এটাকে আরও লেখার ইচ্ছা রইল..যদি ভাল লাগে সবার, পোষ্টে দেখে নেবো...যারা আছ জেগে...দেখেছ তা ক'বার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।