আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্ণার খুনীর ফাঁসির দাবিতে মানববন্ধন, থানায় মামলা

ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী কলেজ ছাত্রী আফসারী আক্তার স্বর্না(২১) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী-শিক্ষকরা। আজ শনিবার সকালে আনন্দমোহন কলেজ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা খুনী প্রেমিক আব্দুস সামাদ রাজুকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও ফাঁসির দাবিতে জানায় প্রশাসনের কাছে।

এসময় বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী প্রফেসর ড. গাজী হাসান কামাল, বাংলাবিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রতন সিদ্দিকী, স্বর্ণার বাবা আতাউর রহমান খান প্রমুখ। এদিকে বিক্ষোভ কর্মসূচীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ও ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রকিব বলেন, এমন নৃশংস হত্যাকান্ড মেনে নেয়া যায়না।

আমরা প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছি। নতুবা আরো কঠিনতর আন্দোলন করব।

এদিকে খুনীকে গ্রেফতারের দাবিতে আজ রবিবারও ক্যাম্পাসের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচী পালন করবে শিক্ষার্থী-শিক্ষকরা।

কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, নিহত মেয়ের বাবা আতাউর রহমান বাদী হয়ে খুনি আব্দুস সামাদ রাজু (২৪) কে আসামী করে শনিবার সকালে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারের চষ্টো চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।