আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবী শিক্ষার্থী স্বর্ণার জীবন বাঁচাতে এগিয়ে আসুন

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেধাবী শিক্ষার্থী আফরিন সুলতানা স্বর্ণা (১৯) জটিল কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন। এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পাওয়া এই শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই অবস্থায় গত ৫ জুন হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ে।

বর্তমানে তার চিকিত্সায় প্রতিদিন বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে। কিন্তু তার ক্ষুদ্র ব্যবসায়ী বাবা বাবুল তালুকদারের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। মেয়ের চিকিত্সা করাতে গিয়ে এরই মধ্যে তিনি সর্বস্ব হারিয়েছেন। স্বর্ণা আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. দেলোয়ার হোসেন বেগের অধীনে চিকিত্সাধীন। বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান স্বর্ণা বাঁচতে চায়।

চিকিত্সকরা বলছেন, চিকিত্সা ব্যয় বহন করতে পারলে স্বর্ণাকে বাঁচানো সম্ভব। এ অবস্থায় স্বর্ণার বাবা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা প্রদানের আকুল আবেদন জানিয়েছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘মানুষের সামান্য সামান্য সাহায্য আমার মেয়েটিকে বাঁচাতে পারে। আমি আমার মেয়ের মুখে আবার বাবা ডাক শুনতে চাই। ’ সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নং-১৪৭৪৬, ইসলামী ব্যাংক, মিরপুর শাখা, ঢাকা অথবা মোবাইল নং ০১৭১৬২৪৮৭৩৮।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.