যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
১৯৮৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বরিশালের সাথে আমার সম্পর্ক ছিল। স্কুল থেকে মাস্টার্স অবধি। এই সময়ে কখনও বরিশাল শহরে পানি উঠতে দেখি নাই। আমার বাবা ১৯৬৩ সালে বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছে। তিনি সেই পর্যন্ত স্মরণ করতে পারলেন যে বরিশাল শহরে কখনও পানি উঠতে দেখেন নাই।
এমন নয় যে বরিশাল শহর রক্ষা বাঁধ আছে বা যা আছে তা তেমন উঁচু। ওয়াটার লেবেল কখনই নদীর পাড় উপচে পড়ে নাই।
কিন্তু এইবার বরিশালের শহরতলীতে পানি উঠেছে। শহরেরও কিছু অংশে পানি উঠেছে। মুলত শহরের ভেতরে ড্রেনেজ রুট হিসাবে যে সমস্ত খালগুলো রয়েছে তার সন্নিকটস্থ জায়গা প্লাবিত হয়েছে।
ইদানিং শ্রুত সি লেভেল রাইজের প্রত্যক্ষ প্রমাণ হয়তো এটা। ক্লাইমেট চেঞ্জ এর ফলশ্রুতিতে এমন ঘটনা ঘটবে আগেও অনুমান করা গেছিল। এখন কার্যতই তেমন হচ্ছে।
ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী উন্নত বিশ্বের শিল্প নিয়ন্ত্রণে ২০১৫ সালের বাধ্যবাধকতা সম্প্রতি পরিবর্তন করে ২০৫০ সাল করা হয়েছে। এবং এই সিদ্ধান্ত নেওয়া উন্নত বিশ্বের স্বার্থে যেখানে এর কারণে পরিষ্কারভাবে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ সমর্থনও দিয়েছে।
আমাদের স্বার্থ কাদের দেখার কথা? কারা দেখছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।