ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে চাকরীর জন্য দ্বিতীয় পরীক্ষা তবে প্রথম ইন্টারভিউ, জনতা ব্যাংকের চাকরীটা হয়ে গেল । আমার বাসা ঝিনাইদহ কিন্তু যেতে হবে কিশোরগঞ্ঝ । কখনো নিজের জেলা বলতে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকেনি, বাড়ির পাশে স্কুল, কলেজ, ভার্সিটি । এই প্রথম যাবো অনেকদুরে চাকরীর জন্য । কেমন কেমন লাগছে, সবাই দুয়া করবেন ।
আর কিশোরগঞ্ঝের কেউ থাকলে জানাবেন কি..................
১। শহরটি কেমন?
২। বাসা ভাড়া কেমন?
৩। হোটেলের মান কেমন?
৪। কোথায় ওঠা যাই? ইত্যাদি এ সঙ্ক্রান্ত ।
আর মনে আসেনা.................. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।