আমাদের কথা খুঁজে নিন

   

রুপনগর টু মতিঝিল-ডাইরেক্ট সিটিং সার্ভিস !!

আমার এই পথ চাওয়াতেই আনন্দ............

যারা রুপনগর, শিয়ালবাড়ী, দুয়ারিপাড়া , ইস্টার্ন হাউিজং-পল্লবি থাকেন তাদের প্রায় অনেকেই কর্নফুলি সিটিং সার্ভিস বাসে যাতায়াত করেন । পুরা ঢাকা শহরে এর চাইতে খারাপ মানে জঘন্য বাস সার্ভিস আর একটাও আছে কিনা জানা নাই । অন্যদিকে ভাড়া নিচ্ছে অন্য যেকোন বাস এর চেয়ে বেশি। মিরপুর-১২ থেকে ফার্মগেট এর ভাড়া অন্যান্য বাসে যেখানে ৮-১০ টাকা সেখানে কর্নফুলির ভাড়া ১২ টাকা। মতিঝিল এর ভাড়া ১৮ টাকা যা অন্য বাসে ১৫ টাকার বেশি নয়।

রুপনগরের ভিতর থেকে এই একটি বাসই যাতায়াত করে বিধায় অনেকেই এতে চলাচল করতে বাধ্য হন। এতো গেলো ভাড়া প্রসঙ্গ। হারামখোররা ইন্ডিয়ান CNG বাস চালায়, কোনরকম যত্ন/ সার্ভিসিং করে না। খালি পয়সা কামানোর ধান্দা। প্রায়ই রাস্তার মাঝে বাস নষ্ট হইয়া পড়ে থাকে।

গতকাল আব্বাকে নিয়ে গেছি মতিঝিল-পেনশনের টাকা তুলতে, ফেরার সময় মতিঝিল থেকে টিকেট করে উঠছি। হাই কোর্ট এর সামনে দেখি আগের গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে। অনেক জ্যাম ঠেলে কারওয়ান বাজার আসতেই এবার আমাদের বাসটিও বিগড়ে যায়। পরে অনেক কষ্ট করে ফারমগেট এসে ভাড়া ফেরত চাইলে বলে ভাড়া ফেরত দিবে কিভাবে-টাকাতো কাউন্টারে! এইটা একটা ভাল সিস্টেম, টিকেট কেটে উঠার পর সব দায় দায়িত্ব আপনার। এটা যেন মগের মুল্লুক, দেখার কেউ নাই।

যাত্রীদের এভাবে কতদিন জীম্মি করে ব্যাবসা করবে এসব মুনাফা লোভি বাস মালিকরা??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।