কোন প্রেম কোন স্বপ্ন কোনদিন মৃত হয় না
আজ অনেকদিন পর আবার সামহোইয়ার ইন ব্লগে লিখছি , কি লেখা যায় ?
ভাবলাম মজার কিছু লিখি।
ফেসবুকে একজনের সাথে মজার এক কথোপকথোন শেয়ার করছি প্রিয় সহব্লগারদের জন্য।
-কেমন আছেন?
-ভালো, আপনি?
-জি ভালো। চিনতে পেরেছেন?
-না
-দেখুন তো মনে করতে পারেন কিনা? ( চোখ টিপ মারলো, ইমো দিলো আরকি!!! কেন দিলো বুঝলাম না!!! )
- আপনি কি কোন এঞ্জেল?
-কি বলছেন এসব!! আমি এঞ্জেল হবো কেন!!
- ( এবার আমি চোখ টিপ মারলাম ইমো দিয়ে)
-চোখ টিপ মারেন কেন? ( মুখ হা করে ফেলল, যথারীতি ইমোতে, হায়রে ইমো)
- তাহলে আপনি নিশ্চিত কোন প্রিন্সেস
-আজিব, কি হয়েছে আপনার? এসব কি বলছেন!!!
- সে এক বিরাট কাহিনী ( লুলায়িত ইমো দিলাম)
- (এবার সে রেগে গিয়েছে, ইমোতে)
-( দিলাম এখান হাসি, আগুনে ঘি ঢালা আর কি)
-আপনি কি আসলেই আমাকে চিনতে পারছেন না? নাকি দুস্টুমি করছেন? আর এসব কি বলছেন!!!
- না (দুস্টুমি করবো কেন!!! কি ভয়ানক কথা!!! মুখ দিয়ে বের হয়ে গেল, "মাইরালা, আমারে কেউ মাইরালা)
- তাহলে ( এবার সে হতাশ)
- আসলে ফেসবুকে যে হারে মেয়েরা এঞ্জেল আর প্রিন্সেস হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় ফেসবুকে না "আলিফ লায়লা " তে আছি। প্রতি দু'তিন জনে একজন প্রিন্সেস নয়তো এঞ্জেল থাকেই, তাই ভাবলাম আপনি বুঝি " কোহেকাফ নগর " এর বাসিন্দা, তাহাদেরই একজন
- ভাইয়া, আলিফ লায়লা কি??? ( এবার মনে হয় চিল্লাইয়া বলি, " পুইতা ফালা , আমারে কেউ মাটিতে পুইতা ফালা)
- আপনি ছোট বেলায় বিটিভি তে "আলিফ লায়লা " দেখেন নি?
- না
- কি দেখতেন?
- আগে তো আম্মুর জন্য টিভি দেখতেই পারতাম না, সারাদিন "কাহানী ঘার ঘার কি " দেখতেন
- এখন দেখেন?
- এখন তো ছোট ভাইটি সারাদিন পোকেমন, ডরেমন দেখে
- আর আন্টি?
- উনি তো এখন "সাত পাকেঁ বাঁধা, মা "এগুলো দেখেন
- ওহ ( কাইন্দা দিলাম ইমোতে)
- ভাইয়া কাঁদেন কেন?
- আপনার অবস্থা দেখে, আপনি না পেয়েছেন "আলিফ লায়লা"র মজা, না সৌভাগ্য হয়েছে আপনার " কোথাও কেউ নেই, অয়োময়, বহুব্রীহি, রুপনগর " এর মতো নাটক দেখার।
- (মন খারাপের ইমো)
- মন খারাপ না করে, ইউটিউবে যান, কিছু পর্ব পাবেন নাটকগুলোর, কিছু ওয়েব সাইটেও আছে নাটকগুলো দেখুন, ভালো লাগবে কথা দিচ্ছি। আজকালকার ওপার বাংলার "সাত পাঁকা বাঁধা " আর এপার বাংলার "গুলশান এভিনিউ " নামক ডেইলি সোপের তুলনায় এদের মুল্য আপনি নিজেই বুঝবেন।
- থ্যাংকস
- যান, আগে দেখেন, পরে থ্যাংকস দিয়েন
- আপনি যেহেতু বলেছেন অবশ্যই ভালো হবে
- বিষম খেলাম আমার প্রতি আপনার আস্থা দেখে
- ভাইয়া, "বিষম " কি?
- আরেক দিন বলবো .... ( হাসি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।