কোন এক অদ্ভুত কারণে আমাদের সমাজে ভি চিন্হের ব্যবহার খুবই জনপ্রিয় । শিশু থেকে প্রবীন, দরিদ্র থেকে বিত্তশালী আবার সৎ থেকে দুর্ণীতিবাজ সবাই কারণে অকারণে "ভি" দেখান । পরীক্ষায় ভালো ফলাফলের পর ছাত্রছাত্রীদের "ভি" টিভি বা পত্রিকায় দেখে মনটা ভরে যায় একঝাক উদ্দীপ্ত নবীনদের সুন্দর আগামী কল্পনা করে । কিন্তু প্রিজনসেল থেকে মুক্তি পেয়ে যখন দুর্ণীতিবাজরা হাসি হাসি মুখ করে "ভি" দেখায়, বুকে একরাশ আতংকের সাথে সাথে ছোট্র একটি প্রশ্ন জাগে মনে, "পশুদেরও তো লজ্জা থাকে, এরা কি পশু সমতুল্য ও না ?" কিছু ফ্রেন্ডকে গ্রুপছবি তোলার সময় ভি দেখাতে দেখি অনেক সময় । একজনের কাছে এর কারন জানতে চাইলে ইন্সটেন্ট উত্তর পেলাম, "ভি দেখালে ছবি সুন্দর আসে"!!! ক্রিকেট খেলার আগে আমাদের বেঙল টাইগার ক্রিকেটাররা উদার চিত্তে ভি দেখিয়ে থাকেন, আর খেলা শেষের পর শুকনো মুখগুলোতে পরাজয়ের সারি সারি গ্লানি অংকিত থাকে ।
যদিও ভি সাইনের অনেক রকমের ব্যবহার আছে, কিন্তু আমাদের সমাজে এর ব্যবহার সাধারণত ইংরেজি "ভিকটরি" বোঝানোর জন্যেই হয়ে থাকে । ইংল্যান্ডে কিন্তু কাউকে ভি দেখানো মানে তাকে ইনসাল্ট করা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।