আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার সাথে তালাক

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

কবিতার সাথে আমার তালাক হয়ে গেল এক বৃষ্টি বিমুখ রাতে কাগজ সামনে নিয়ে তারপর থেকে আমি কতদিন দিগ্বিদিক বসে কলম হাতে সকাল ছড়ানো পাখিদের মুখর শব্দ মোবাইলের ঝংকারে কাটাকুটি জব্দ ছন্দের বসতভিটা লোপাট কবিতা জীবিকার কাছে যবন দিয়ে অভিমানে টেনেছে কপাট আমি ভাবি কবিতাকে আবার ঘরে তুলব কোন এক বর্ষণমুখর নিশীথে তাকে ফেলব না কোন হিল্লা বিয়ের সংঘাতে কবিতার সাথে আমার তালাক হয়েছিলো এক বৃষ্টিহীন রাতে এখনো কাগজের বিছানায় কলম হাতড়ে চলি বাদলধারা সঙ্গতে *** তুমি কি আসবে কবিতা???***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।