ভালোবাসার বির্বতনে বির্বতিত,
আজকের এই আমরা।
এই তুমি আর এই আমি।
বুদ্ধিমান হয়ে উঠতে পারিনি আজো?
মোটেও না
একবিন্দু ও না।
নির্বোধ বোকা কিশোরীটি
আজো বেচে আছে
তোমার আমার আর
আমাদের আশে পাশের
শত কোটি কিশোরী কোমল হদয়ে।
পৃথিবীতে আজো তাই ফুল ফোটে
পাখীরা গান গায়
কবিরা লেখে কবিতা
এসবই আমাদেরি বদান্যতা।
এও কি কম বলো?
সৃষ্টি হতনা অমর কাব্য
রচিত হতনা প্রেম সংগীত
যদিনা যুগ যুগ ধরে
না জন্মাতাম এই তুমি আর আমি
ভালোবাসায় বোধলুপত
নির্বোধ সে বোকা কিশোরীটি হয়ে
শত কোটি কিশোরী কোমল হদয়ের মাঝে।
(একটি গান গাইছি গুন গুন করে ।লিন্কটা নিচে দিলাম
Click This Link)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।