এখানে আমার বাংলা ও মনিপুরি লেখা পত্রস্থ করা হবে
চোখ : বির্বতিত পাঠরেখা
মাইবম সাধন
যে পথ চলে গেছে নদীজলে, তার-
সকাল পর্যন্ত পৌছে দেখি গৃহত্যাগী জোছনা
প্লাবনের ভাষায়
কিছু উর্বর পলিমাটি রেখে গেলে
চাষাবাদে ঝুকে পড়ে
নাগরিক নিসর্গে ভাসমান আদিচোখ
২.
চোখের চারপাশ ঘিরে হিউমাস
কখনো নদীর মতোন
পাড় ভেঙে ভেঙে স্রোতস্বিনী
একদিন এইরকম জলোচ্ছাস
জলাবর্তে মাটিগাছ, জেনেছিলো-
জলের জাতকে জাতপত্র
সেই থেকে -
প্রতিটি বৃষ্টিরাতের পাড়ভাঙা গল্প
প্রাগৈতিহাসিক মেঘের বিবরণে
অনাদিতিহাস খুড়ে চলে মুখভাষা
৩.
ভাষার উপকন্ঠে কতিপয় শীতপোকা
নিদ্রাতুর আমাকে বেঁধে রাখে
প্রত্নগীতির উৎসরেখায়
লতায়পাতায়
ভাবছি এবার -
মাঁচানের গায়ে এলিয়ে দেবো এ মুখভাষা
যেনো চকচকে ঝকঝকে হয় রোদের পৌরষ্ঠে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।