আমাদের কথা খুঁজে নিন

   

iPhone কে Restore এবং Unlock করা খুবই সোজা!!!

চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন
আমার এলাকার এক মামা অনেক সখ করে প্রায় অর্ধ লক্ষ টাকা খরচ করে পাইরেটেড iPhone কিনলেন। নতুন ফোন হাতে এলে আমার মত অতি-উৎসাহীদের যে ঘটনাটা প্রথমে ঘটে তা হল কোথায় কি আছে দেখতে গিয়ে ফোন লক করে ফেলা। মামা ও যথারীতি তাই করলেন। এবং এক রাত নির্ঘুম কাটানোর পর সকালে আমাকে ফোন করলেন, "ভাগিনা মাইনকা চিপায় পইরা গেছি। ঘাটাঘাটি করতে গিয়া আমার আইফোনের সফটওয়্যার করাপ্ট হইয়া গেছে।

এখন সেট চালু করলে স্ক্রীনে একটা আপেল খাইতে দেয়, আর কিছুই আসেনা"। কি আর করা, মামা-ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। মামার বিপদে ভাইগনা না এলে আর কে আসবে। ইন্টারনেটে সার্চ দিলাম কিভাবে আইফোনের ফার্মওয়্যার রিস্টোর করা যায় এবং আনলক করা যায়। অনেক খোঁজাখুঁজির পেয়ে গেলাম সমাধান যা আপনাদের সাথে আজ শেয়ার করব।

যাদের আইফোন সম্পর্কে ধারণা নাই তাদের কে বলছি, আইফোন হল এপল কোম্পানীর তৈরী চমক সৃষ্টি করা একটি মোবাইল ফোন। তবে এই ফোন শুধুমাত্র এপল অনুমোদিত মোবাইল অপারেটরের সিম দিলেই কাজ করবে। এবং আমাদের দেশের কোন অপারেটরের এই অনুমোদন নেই। তবে ব্যাংকক-সিঙ্গাপুরে কিছু আনলক করা সেট বিক্রি হয় যা দিয়ে যে কোন সিম ব্যবহার করা যায়। আমার মামার ফোনটি ও এই ধরনের আনলক করা সেট।

এই সেটগুলো ব্যবহার করে এপলের ওয়েবসাইট থেকে কিছু আপডেট করতে গেলেই আবার লক হয়ে যায়। এই কাজের জন্য আপনার যা যা করতে হবে:-
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.