আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাক, হ্যাক, হ্যাক… ফেসবুক একাউন্ট হ্যাক করাররর নিয়ম! সর্বকালের সর্বশ্রেষ্ঠ টিপস, যা জাতি আগে কক্ষনোই পায়নি। ;)

সবাই FB ID Hack করার কথা Ask করে। তাই ভাবলাম ID Hack করার Way টা বলেই দেই। সবাই কে আজ Step By Step শিখাবো কিভাবে কারো ID Hack করতে হয়। ID Hack করার অনেকগুলো Way আছে। এর মাঝে সবচেয়ে Easiest Way টি নিয়ে Discuss করব…

আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন।


Step 1:
যার ID Hack করবেন তাকে রাতে আপনার বাসায় Dinner এ Invite করুন।
হেভী খাওয়াদাওয়ার আয়োজন রাখুন। বাসায় Senior Citizen রাখা যাবে না।
Step 2:
রাতে খাওয়া শেষে Drinks এর ব্যাবস্থা রাখবেন। সাধারন মানের না, কড়া কিছু।


তাকে পেগের পর পেগ খাওয়ায় যাবেন, কিন্তু আপনি নিজে খাবেন না।
Step 3:
যখন তার আর Control থাকবে না, তখন তার মুখের সামনে একটি অতি অশ্লীল Movie Play করে ভদ্রভাবে তার ID & Password জিজ্ঞেস করুন। যদি ভদ্র কথায় কাজ না হয় তাহলে তার পেছনে লাথি দিন। (ভয় নেই, পরে তার এগুলো কিছুই মনে থাকবেনা। )
ব্যাস…. হয়ে গেলো ID Hacked!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ
১. Facebook ID Password এর সাথে অবশ্যই E-Mail ID Password জেনে নিবেন,
নইলে কিন্তু Account Restore করে ফেলবে।


২. Password পাওয়ামাত্রই Facebook এ Login করে Password আর Security Question Change করে দিবেন, Besides E-Mail Password, Security Change করে দিবেন।
৩. অবশ্যই নিজে Drunk হওয়া থেকে বিরত থাকবেন,
নাহলে কিন্তু নিজের ID টাই Hack হতে পারে।  
~~copied from Fazlul Haque Piash~~ 

আমার কিছু কথাঃ হাহা!! কি আর বলবো বলুন? এতো আশা দিয়ে পোষ্টে ডেকে এনে পিয়াস ভাইয়ের লেখা টেক বিষয়ক এই রম্য পড়ানোর জন্য আমি সত্যিই অতান্ত দুঃখিত!!  তবে আপনার জন্য শুভকামনা রইলো। আজ আপনি এই পোষ্টে এসে ধোঁকা খেয়ে গেলেও আমি আশা রাখি একদিন সতিই আপনি কোন না কোন ভাবে ফেসবুক আইডি হ্যাক করার সিস্টেম জেনে যাবেন এবং সেই সাথে পরিপূর্ণ ভাবে আমাদেরো জানাতে ভুলবেন না!!  ও হ্যাঁ আমি নিজেও জানি না কীভাবে ফেসবুক আইডি হ্যাক করে! আপনার পোষ্টের আশাতে থাকলাম 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.