আমাদের কথা খুঁজে নিন

   

তির্যক শব্দাবলী

কবিতা পড়তে ভালবাসি............।

বিষণ্ণতা শেষ পর্যন্ত তোমাকেও পেয়ে বসলো মেয়ে- আর কিছুদুর হেঁটে যাও, তাহলেই পাবে ভালবাসা তার আগে তোমার বিষণ্ণ ঠোঁট ও স্তন থেকে, বিষ পান করছে যে আততায়ী, তাকে কি করে বন্ধু বলি আমি? আতশবাজির মত উজ্জ্বল ও ক্ষণস্থায়ী যে প্রেম তাকেই বুঝি সঙ্গম বলে? তবে খেলে যাও আর কিছুদিন এই গোপন খেলা মনে রেখো, ধরা পরে আছো অনেক আগে থেকেই আমার উদাসীনতার ফাঁদে। তাই জল যত স্বচ্ছই হোক, আমি আর কখনোই বিশুদ্ধ বলবোনা তাকে তোমাকে.........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।