ইন্টারনেটে বিভিন্ন অপারেটিং সিস্টেমের লাইভ সিডি পাওয়া যায়, যা নামিয়ে সিডিতে কপি করলেই লাইভ সিডি তৈরি হয়ে যায়। আপনি চাইলে উইন্ডোজের লাইভ সিডি তৈরি করতে পারেন।
এজন্য প্রথমে http://nu2.nu/pebuilder থেকে প্রিইনস্টল্ড এনভায়রমেন্ট বিল্ডার নামিয়ে কম্পিউটারে ইনস্টল করুন। ইনস্টল করার সময় search files বক্স আসবে এখানে yes করলে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে কিনা খুজঁবে। আপনি চাইলে no ক্লিক করতে পারেন।
এরপরে Plug-ins-এ ক্লিক করে nu2shell এবং startup group প্লাগইন দুটি ডিজেবল করুন। Add বাটনে ক্লিক করে ইচ্ছামত প্লাগইন যোগ করুন এবং অবশেষে Close করুন। র্স্টাট মেনু এবং টাস্ক বার পেতে Click This Link ঠিকানার ওয়েবসাইটে প্লাগইনটি লাগবে। আপনি ক্যাসপারস্কি,অ্যাভাস্ট,নেরো, ভিএলসি, ওপেন অফিস ফক্সিট পিডিএফ রিডার ইত্যাদি সফটওয়্যারের প্লাগইন নামাতে পারেন http://www.nu2.nu/pebuilder/plugins বা http://oss.netfar.it/winpe/plugins.php ঠিকানার ওয়েবসাইট থেকে।
এখন Source: ডানের বাটনে ক্লিক করে এক্সপির(যদি লাইভ সিডি হিসেবে এক্সপিকে ব্যবহার করতে চান) ফোল্ডারটি দেখিয়ে দিন।
এর সঙ্গে অন্য কোনো ফোল্ডার যোগ করতে চাইলে Custom: এর ডানের বাটনে ক্লিক করে ফোল্ডারটি দেখিয়ে দিন। এবার Create ISO image চেক করে পাথ এবং ফাইলের নাম দিন এবং Build বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে ISO image তৈরি হয়ে যাবে।
সরাসরি সিডিতে রাইট না করে ISO image ফাইল তৈরি করা ভালো, কারন কোন এরর থাকলে পুনরায় সংশোধন করা যাবে। এবার ISO ফাইল সিডিতে রাইট করুন।
এতেই আপনার লাইভ সিডি তৈরি হয়ে যাবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।