আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজের সিডিতে সার্ভিসপ্যাক ও সিকিউরিটি প্যাচ ইন্টিগ্রেট করে ফেলুন

দিগন্ত

আপনার কাছে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-১ এর সিডি আছে অথচ উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-২ বের হয়ে গেছে ফলে প্রত্যেকবার উইন্ডোজ সেটাপের সময় আলাদাভাবে সার্ভিস প্যাক-২ ইনস্টল করতে হয় যা অতিরিক্ত ২০/২৫ মিনিট সময় নষ্ট করে। এছাড়া ও MSN Explorer, windows Messenger ইত্যাদি উইন্ডোজের সেটাপের সময় বাই-ডিফল্ট ইনস্টল হয়ে যায় যা এখন বলতে গেলে কোন কাজেই আসেনা। এসব সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব nLite সফটওয়্যারটি দিয়ে। nLite দিয়ে আরো যা করতে পারবেন: - Service Pack Integration - Component Removal - Unattended Setup - Driver Integration - Hotfixes Integration ** - Tweaks - Services Configuration - Patches *** - Bootable ISO creation * - Textmode (CD Boot) and normal PnP ** - hotfixes with white icons, *KB*.exe, including update packs and Internet Explorer 7 ***- supports generic SFC, Uxtheme, TcpIp and Usb Polling patching. আরো বিস্তারিত জানার জন্য এবং সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ভিজিট করতে পারেন। http://www.nliteos.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।