আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
উপশম
--------------------------
রঙ্গীন ঘুড়িকে ঈর্ষা করে উড়ে চলা চিল
এক পশলা মেঘে করে স্নান
বৈঠার ফাঁকে ফাঁকে রোদের ঝিলিক
আছড়ে পরে তোমার চোখে,
পাড়ে বসে তুমি----
ক্লান্ত বিকেলে সরে আসা ছায়া খুঁজো
জলকে প্রনাম করা কাশের বনে
কলসীভরার ছুতোয়।
হা করা খালে কলসী ডোবে
তোমার গ্রীবা চুইয়ে কামাতুর ঘাম
চুষে নেয় বৈঠার কিরন-ঝিনুকের বুকে মুক্তো
ক্রমশঃ ক্ষীন হয়ে আসা বিকেলের সুর
বিলীন হতে চাওয়া বিদীর্ণ অন্ধকারে---
ঘাটে এসে ভীড়ে প্রতীক্ষা
শিশুর মত কাঁধে চড়ে বসে ক্লান্তি,
দেহজ ভাঁজে-----
তুমিই সারারাত্রির উপশম।
--------------------------------
আল্লাইয়ার
[ছবিসূত্রঃ গুগল]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।