আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রম উপশম

সুখীমানুষ

খোদা হাজারো শুকরিয়া তোমায় দিয়েছো যত অসুখ, দাওয়াই ও দিয়েছ তায়, হৃদয়ে ধরেছে যে রোগ তা ক্ষনিকের তরে সাকি'র শরাবে জুড়ায়। নিশী গভীর হয় আমার জাম-বাটিতে সাকি দেয় ঢেলে ঔষধ সুধার, হৃদে বিরহ জেগে রয় আবার যায় ঘুমায়ে ব্যাথা প্রতি চুমুকে চুমুকে তার। কাটেনা হায় কাটেনা দিন পাষাণ রয় জেগে অনিমেষ পুড়াতে মোরে কী দাও গো সাকী তুমি রঙ্গীন অসুখ হৃদে রয়, তবু বাজে তা সুখের সুরে। ১০-৯-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।