আমাদের কথা খুঁজে নিন

   

কেলভিন এন্ড হবস -- ২৩

আমার লেখায় আমি

গতকাল পাঠশালাতে বেসিক ফটোগোফি কোর্সের প্রথম ক্লাস ছিল । দুর্দান্ত মজা পাইসি। গতকালের ক্লাসটা ছিল কিভাবে ইমাজিনেশনকে ইমেজে প্রকাশ করা যায় তার উপর। শিবলী ভাইএর ক্লাস। সারা ক্লাস মনে হয় হা কইরা উনার কথা শুনসি।

উনি কিছু ফটো স্টোরি দেখাইসেন। গ্লোবাল ওয়ার্মিং , ইতিহাসের স্বাধিনতা আর জেনডার ডিসক্রিমিনেশন এর উপর । ওয়াও ওয়াও ওয়াও । আমি কি এইরকমই কিছু একটা খুজছিলাম? এতো সিন্কড লাগলো সবকিছুর সাথে নিজেকে। মনে হইলো উনি যা বলতাসে তা তো আমারো চিন্তা, শুধু শব্দ বসে নাই এতদিন।

আমিও ফটোস্টোরি বানামু একদিন ইনশাল্লাহ । এখন খালি তুলি (ক্যামেরা) টা ধরা শিখা বাকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।