আমাদের কথা খুঁজে নিন

   

Google Chrome, বিপদজনক একটি ব্রাউজার!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

বড় কোম্পানীগুলোর সুবিধাটাই এই যায়গায়... যাই'র রিলিজ করুক না কেন, সেটা নিয়ে হৈ চৈ হতে বাধ্য... Google Chrome নিয়েও হচ্ছে.. স্বাভাবিক। সবাই এই স্রোতে গা ভাসিয়ে রিভিউ লিখতে শুরু করেছে.. প্রয়োজনীয় তথ্য কারো হাতেই নেই তেমন... গুগল যা বলছে সেটাকেই নানারকম রঙ চড়িয়ে বলে যাচ্ছে। আমি নিজেও তাড়াহুড়া করে গুগলের ওয়েব থেকে ওদের বক্তব্য কপি পেস্ট করে দিয়ে একখান পোস্ট মেরে দিয়েছি। সার্চ ইঞ্জিনে এখন এটা হট ইস্যু... না করে পিছিয়ে থাকবো কেন! তো যাই হোক, ব্লগার আশাবাদী একটা চমৎকার রিভিউ দিয়েছেন। তাই রিভিউ লিখে সময় নষ্ট করছি না।

শুধু নিজের অভিজ্ঞতা/মতামত শেয়ার করার জন্য এই পোস্ট...। প্রথমেই একটা টেকনিক্যাল ইস্যু: Google Chrome-এ এ্যাপলের WebKit ও Mozilla's Firefox-এর কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। (আঁতলরা এবার গুগলকে নিজের কিছু করার উপদেশ দিয়ে না বসলেই হয়.. ) Google Chrome, যা ভাল লাগলো: ১) ইন্টারফেসটা ভাল লেগেছে। মেনুবার আর টুলবার জিনিষটা বোরিং হয়ে গিয়েছিলো মনে হয়.. তাছাড়া ওয়েব ব্রাউজিং করতে গিয়ে ঐসব মেনু আর টুলবার আমরা কতটুকু ব্যবহার করি সেটাও ভেবে দেখার বিষয়। ২) টেক্সটবক্স রিসাইজ করা যায়।

ত্রিভুজ প‌্যাডের পরের ভার্সনে টেক্সট বক্স রিসাইজের সুবিধা যুক্ত করবো ভাবছিলাম.. ব্রাউজারগুলেই এই অপশন রেখে দিলে কষ্ট কমে যায় আমাদের। ৩) পিসি ওয়ার্ল্ডের মতে ৭ টি ভাল দিক Google Chrome, যা খারাপ লাগলো: ১) স্লো... মনে হলো মজিলা থেকে অনেক ধীর গতির.. যদিও গুগল বিপরীতটা দাবী করেছে। ২) জাভাস্ক্রিপ্ট ঠিক মত কাজ করে না.. যদিও গুগল দাবী করেছে এটায় জাভাস্ক্রিপ্ট বেশী ভাল কাজ করবে। ৩) অটো আপডেট বন্ধ করার কোন উপায় নেই.. ৪) পিসি ওয়ার্ল্ডের মতে ৭ টি খারাপ দিক এই ব্রাউজার যেসকল কারণে বিপদজনক: অল্প কিছুক্ষন ব্রাউজারটা ব্যবহার করে যা পেলাম তাই তুলে দিলাম... ওভারঅল ভালই লেগেছে.. তবুও আমি এটি ব্যবহার করতে যাচ্ছি না আপাতত.. কারণ - আপনাকে অটো আপডেটে বাধ্য করে যেমন খুশি আপডেট করে দিবে? এতে অটো আপডেট বন্ধ করার কোন উপায় নেই.. এটা খুবই বাজে একটা বিষয়... আমার পিসিতে একটা সফটওয়্যার চলছে যা যেকোন সময় যেকোন রকম আপডেট করার অধিকার একটা কোম্পানীর হাতে থাকবে..... তারা চাইলেই যেকোন সময় ছোট একটা আপডেট পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য সব চুরি করে নিয়ে যেতে পারবে..... বিশেষজ্ঞরা এটা নিয়ে হৈ চৈ শুরু করার আগেই হয়তো আরেকটা আপডেট পাঠিয়ে তথ্য চুরি করার মডিউলটি বাতিল করে দিবে.. ধরার কোন উপায়ই থাকবে না! বিভিন্ন জোনের জন্য আলাদা আলাদা আপডেট পাঠালে তো মোটেও ধরা খাবে না... মন্তব্য: কি ভয়াভয় ব্যপার! - আপনার কন্টেন্টের মালিকানা গুগল দাবী করে বসতে পারে? 11.1 You retain copyright and any other rights you already hold in Content which you submit, post or display on or through, the Services. By submitting, posting or displaying the content you give Google a perpetual, irrevocable, worldwide, royalty-free, and non-exclusive license to reproduce, adapt, modify, translate, publish, publicly perform, publicly display and distribute any Content which you submit, post or display on or through, the Services. This license is for the sole purpose of enabling Google to display, distribute and promote the Services and may be revoked for certain Services as defined in the Additional Terms of those Services. সোর্স: Click This Link মন্তব্য: হাস্যকর পলিসি.. একই সাথে বিপদজনকও বটে! - বিজ্ঞাপন দাতাদের সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করা হতে পারে? পিসিওয়র্ল্ডে আলোচিত ৭ টি খারাপ দিকের একটি হলো এরকম- 5. You're giving advertisers extra ammo. Have you seen all the hype about Google's privacy practices and how much of your data it shares with advertisers? Imagine the potential ammo you're giving it by using this browser. Google will now have total control over your experience from the time you open Chrome to the time you shut down. In some sense, you might just as well invite DoubleClick(বিজ্ঞাপন সাইট) to watch over your shoulder while you surf. মন্তব্য: খুবই বাজে ব্যপার... এর চাইতে ট্রোজান ভাল! তো এরকম বেশ কিছু কারণে আপাতত গুগলের এই ব্রাউজারটিকে আমার কাছে বিপদজনক মনে হয়েছে। Google Chrome-কে একধরনের ব্যাক ডোর/ট্রোজান হর্স (অনেকের মতে ভাইরাস) বললে অত্যুক্তি হবে না বোধকরি।

প্রাসঙ্গিক কিছু লিংক: - গুগলের ক্রোম ! কেন ? - Click This Link - Google Chrome EULA Claims Ownership of Everything You Create on Chrome, From Blog Posts to Emails -- কম্পিউটার গ্রুপে প্রকাশিত। --- আপডেট (৪ সেপ্টেম্বর, ০৮): অবশেষে গুগল বাধ্য হয়েছে তাদের পলিসি পরিবর্তন করতে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.