আমাদের কথা খুঁজে নিন

   

কেলভিন এন্ড হবস -- ২২

আমার লেখায় আমি

তুমি মানে তোমার চলে যাওয়া, তোমার জন্য সব ভুলে থাকা জীবন মানে বাঁচার অভিনয় মৃত্যু মানে তোমায় না পাবার ভয় কাঁচের দেয়াল ভাঙ্গার মতো, তোমায় ভাঙ্গি ইচ্ছে মতো, আমার কেন ভাল লাগে না, কোন কিছুই তোমার মতো যখন তুমি একা থাকো, আগুন জ্বলে আলোর মতো, নিজের কাছে লুকিয়ে রাখি, স্বপ্ন গুলো তোমার মতো আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসবো ফিরে .... (সুমন ও অর্থহীন -- "স্বপ্ন গুলো তোমার মতো") এই গান টা এর আগে কখনো এইভাবে উপলব্ধি করি নাই ... কেমন চুপচাপ মইরা যাইতে ইচ্ছা করতাসে হঠাৎ...অনেক তো দেখলাম.. আর কতো..?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।