আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ছায়াগুলো



( কবি জিয়া হায়দার - আজই যিনি প্রয়াত হলেন ) কিভাবে যেনো আমাদের ছায়াগুলো হারিয়ে যায় গোলপাতার আড়ালে। আমরা তাকিয়ে দেখি সেই সব গমন দৃশ্য আর কথনের চতুর্থ নয়নের অবিরাম বিশ্রাম। কি এক বিস্ময় নিয়ে জেগে ওঠে আমাদের নগরী। নাগরী শিলালিপির অক্ষরে লিখিত বার্তা নিয়ে কটি পাখি উড়ে আকাশে । কেউ তাদের সহযাত্রী হবে বলে ঝাপটায় ডানা। কটি পালক , কটি গোলাপ ঝরে পড়তে থাকে ছায়ার আড়ালে , ক্রমশ: পৃথিবীর দিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।