আমাদের কথা খুঁজে নিন

   

ছায়াগুলো যাচ্ছে ক্রমে সরে

এখন ধীরে ধীরে যাচ্ছে সরে ছায়াগুলো,মাথার ওপর থেকে।
এখন আমায় কেউ দেয় না খাবার মুখে তুলে।
এখন আমি নিজেই পারি নিজের খাবার খেতে।

এখন সন্ধ্যা হলে কেউ ভাবে না আর,
এখন আমি ঘরে ফিরি গভীর হলে রাত।
এখন আমার পায়ের কাঁটা কেউ তোলে না আর,
এখন আমার খালি পায়ে হাটার নাই সময়।


এখন আমি যখন খুশি তখন,
যেথায় সেথায় যাই হারিয়ে নিজের খেয়াল মতন।

এখন আমার ভীষণ স্বাধীনতা, কেউ দেখায় না পথ।

এখন আমার মুখটা দেখে আর,
কেউ বোঝে না কখন কি দরকার।
এখন আমি প্রখর রোদেও ছুটি,
দুপুরের ঘুম পেয়ে গেছে ছুটি।
এখন আমার কেউ ধরেনা হাত,
এখন, আমার হাতেই অনেক অনেক কাজ।



এখন আমি ভীষণ সহনশীল,
ছায়াগুলো যাচ্ছে ক্রমে সরে।
এখন পথ না কেউ দেখায়,
এখন বন্দী আমি, ভীষণ স্বাধীনতায়। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।