পাখি এক্সপ্রেস
এমনটি আগে হয়নি-
প্রতুল আঁধার নেমেছে- ছেয়ে গ্যাছে
প্রতিটি লোমকূপে অবমর্শ ভবিষ্যতের
পুন: পুন: হাতছানি অবিকল মাতৃগর্ভের মতো
আঁধার নেমেছে।
আগে পাওয়া হয়নি
সুখ নেমেছে দল বেঁধে- ভরে গ্যাছে
আনাগোনার প্রতিটি সড়ক কম্পিত
প্রিয়ানার নুপুরের ভারে
ক্ষণে ক্ষণে ছন্দ মাতাল হয়ে
সুখের সাথে নেমে গ্যাছে।
আঁধার নেমে গ্যাছে
সুখ নেমেছে দল বেঁধে
আঁধার পাশে আছে
সুখ পাশে আছে-
মাতৃগর্ভের মতো...
নিক্কন চলে গ্যাছে
পথ চলে গ্যাছে
রাত থেকে গ্যাছে
অবিকল রাতের মতো ।।
(লেখাটার অবস্থান আমার মাঝে সবসময়, অনেক আগে জন্ম নেয়া কথাগুলো পুরোনো হতে চায় না।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।