কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে.... আজকে রাতটা চুটিয়ে প্রেম করে যেতে চাই। কোনো এলোচুল রমনীর মাথা কোলে নিয়ে সারা রাত কাটিয়ে দিতে চাই আকাশের তারা গুণে। আজ রাতে হারিয়ে যেতে চাই গহীন বনে। বনহরিণীর সন্ত্রস্ত পদশব্দ পিছু নিয়ে কেটে যাক পুরোটা সময়। মুখোশটা খুলে আয়নায় মুখটা দেখে নিতে চাই আরেকবার, শেষবারের মত- আমার অনেকদিনের পুরনো ভুলে যাওয়া মুখ। একটা বড় মাস্তুল, পালতোলা জাহাজ চাই কিংবা ছোটখাট বজরা হলেও ক্ষতি নেই রাত কেটে যাক ভেজা হাওয়ায় ঝিরঝিরিয়ে নোনা ঢেউয়ের শব্দে, গাঢ় কালো অন্ধকারের বুকে। আজ রাত হোক স্বপ্নের রাত, রাত হোক জেগে থাকার আজ রাত হোক সব মুখোশ খুলে ফেলে আবরণহীন আকাশের নীচে কোনো ভণিতাহীন নারীর সঙ্গে ঢেউয়ে ঢেউয়ে অজানায় ভেসে চলার রাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।