আমাদের কথা খুঁজে নিন

   

আমি শেফালির কথা ভুলতে চাই না

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

আমি যারে মিহি সুতোয় বাধিয়ে রাখি দেওয়ালে তার মুখের ছাপ কোমরের গড়ন ভেসে ওঠে তালপাখায় মাছের ঝাকে ফুটে ওঠে তার হাসুলির চমক মৎস্যগন্ধের চেরাগে ডুবে থাকে মৌনতার শৃঙ্গার সুরমা চোখে আমি তাকায়ে থাকি সামনের দিক পিছনের দিক দেখি উজ্জ্বল ছুরির বাটে রেখে গেছে সে গোপনে চোখের জল কামিনী গাছের তলে তার বিরহে সন্ধেবেলার বটিতে আমি আগায়ে দিই বাহু বাড়িয়ে দেই মাথা দূরে পাখিদের ঘরে ফেরা শব্দ থিতু হয় আমি শেফালির কথা ভুলতে চাই না সারা জনমের জন্য সে আমার কাছে রয়ে গেছে আমি তাকে তো অনেক দিন দেখি না তার স্পর্শ আমি টের পাচ্ছি এখন চৈতার কোলে যখন আমরা মুসলমান জেলেদের খোজ করছিলাম তখন শেফালি আমার কানের কাছে মুখ এনে বলছিলো পানিতে পা ডুবায়ে থাকো আমি ঝিনুক হবো কচুরিপানার ঝোপে লুকানো দেখো দিনের আলো আমি শেফালির মুখের দুপাশে ছুরির দাগ অভিমানে ফিরিয়ে নেওয়া কবুল বলা গালের এক টুকরা টোল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।