আমাদের কথা খুঁজে নিন

   

মফিজ আর শেফালির আজব প্রেম এর গজব পরিণতি

হুঁহুঁহুঁহুঁহুঁহুঁহুঁহুঁহুহুঁহুঁহুঁ............ মফিজ আর শেফালি দুইজন দুইজনারে সেই ছুট্টুকাল থেকে ম্যেলা ভালোবাসে । দুইজন দুইজনরে দেখলে এমুন ভাবে তাকাই থাকে যে পাশে গ্রেনেড হামলা হলেও মুনে হয় কইতারবে না । এককথায় ভালুবাসা জমে ক্ষিইইইর....। কিন্তু প্রব্লেম একটাই । আজ পর্যন্ত কেউ কাউরে মনের কথাটা জানাইতারে নাই ।

যতবার ই ভালোবাসার কথা বলতে যায় তত বার ই গলা পর্যন্ত আইসা আঁটকাই যায় । যেনো কেউ গলা চিপ্পা ধৈরা রাকসে । চিঠি লিখতে গেলে ও কলম চলে না, ঘাপটি মাইরা বইসা থাকে । শেফালীর ক্ষেত্রে ও একই অবস্থা । যাউকগা..।

শেষ পর্যন্ত একদিন মফিজ তার দোস্ত আবুলরে ঘটনা খুইলা কইলো । ঘটনা শুনে দোস্ত কইলো কথা বলার সময় যেনু চুখ বন্ধ কইরা আসমানের রঙের কথা চিন্তা করে । পরামর্শ পাইয়া মফিজ মহানন্দে বাড়িত চইলা আইছে । পরদিন মফিজ শেফালির সাথে দেখা হওয়ার পর চুখ বন্ধ কৈরা নিজের ভালুবাসার কথা শেফালীরে জানাইয়া দিলো । . . . শেফালী তো এই কথা শুনে অতীরিক্ত খুশীর ঠেলায় পুরাই পাগল হৈয়া গেসে ।

ঐদিকে চোখ খুলে মফিজ শেফালী পাগলি হৈয়া গেসে দেখে লুঙ্গি উচকাইয়া চিচ্চারাই এক দৌড়ে ঘরে চৈলা গেসে । শেফালীর পাগল হয়ে যাউয়ার দরুন মফিজ-শেফালী এর আজব প্রেম এর গজব পরিণতি হইয়া গেছে । আর আমার আজাইরা প্যাচাল ও ফুরাইছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।