মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....
বসনিয়ার সুরক্ষিত জেলখানাও একদল কয়েদিকে ড্রাগ সেবন থেকে রাখতে পারেনি। পোষা এক কবুতরের মাধ্যমে এ ড্রাগ জোগাড় করতো তারা। বিষয়টি বুঝতে পেরে কবুতরটিকে আটক করেছে সেই দেশের জেলখানার পুলিশ। জেনিকা জেলের কর্মকর্তা পোজাভনিক গত বুহস্পতিবার এ খবর জানান। পোজাভনিক বলেন, চার হেরোইন আসক্তের মধ্যে একজন তার পোষা কবুতরটিকে নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিল। জেলখানা থেকে ৭০ কিলোমিটার দূরের তূজলা শহর থেকে ছোট হেরোইনের প্যাকেট বহন করে নিয়ে আসতো কবুতরটি। ওকে এখন জেলখানার পৃথক একটি সেলে আটকে রাখা হয়েছে ।
সূত্র : এএফপি / দৈনিক যায়যায়দিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।