ইচ্ছে হয় ঘুরে বেড়াই
আজকের যুগান্তর পত্রিকার পাতায় পীর হাবিবের একটি লেখা পড়ে চমকিত হয়েছি। পীর হাবিব লিখেছেন এজন্য নয়, এরশাদ যা বলেছেন তা ভেবে। এ সরকার দায়িত্ব নেয়ার পর তাদের স্বাগত জানিয়ে ছিলেন, এরশাদ তাদের মধ্যে অন্যতম। এরশাদ যুগান্তরকে বলেছেন, `দেশকে জাহান্নামের দরজায় ঠেলে দিয়ে নিজেরা বিদায় নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তত্ত্বাবধায়ক সরকার।'
এরশাদ একজন রাজনীতিবীদ তাই হয়তো ফায়দা নেয়ার জন্য এ কথা বলেছেন। কিন্তু কিছুদিন আগে তার দেয়া বক্তব্য কি দেশের মানুষ ভুলে গেছে বা যাবে। পীর হাবিবকে দেয়া সাক্ষাতকারে তিনি বিএনপিকে একহাত নিয়েছেন। আসলে এরশাদের উদ্দেশ্যটা আবার ক্ষমতার অংশীদার হওয়া এটা অনেকটা পরিস্কার হয়েছে তার বক্তব্যে। এরশাদের ভাষায় তত্ত্বাবধায়ক সরকার এখন এতিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।