ক্ষুদ্ধ জীবন যুদ্ধসম
বুঝতে যদি পার,
ক্ষোভের যত চিন্তা চেতন
এই সময়ে ঝাড়।
কত যে ক্ষোভ নানান রংয়ের
নানান জনের নানান ঢংয়ের,
আমরা কাটাই ক্ষুদ্ধ সময়
সারা জীবন ধরে,
সে সব ক্ষোভে কষ্ট আনি
এই যে মনের ঘরে।
ক্ষোভ যে ভরা মোদের গায়ে,
ক্ষোভ যে করি বাবা মায়ে-
ক্ষোভ কতনা আপনজনে
কষ্ট দুখের ক্ষোভ যে মনে।
ভাবছি আমি জিতেই আছি
ক্ষোভ করে তার সনে,
জানছি না যে হচ্ছে ক্ষতি
আমার দেহে মনে।
বোকার মত ক্ষোভ করো না
খারাপ কাজ তা কিযে-
ভাবছি বিষে মারবো তাকে
পান করে তা নিজে।
ক্ষোভের কথা বলবে ফেলে
করবে যোগাযোগ-
মুক্ত মনে করবে যে দূর
ক্ষোভ নামের এই রোগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।