আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরবীক্ষন ছড়া -- রাগ



রাগলে তুমি হারবে জেনো আমার কথা সত্যি মেনো- রাগে আগুন জ্বলা, হঠাৎ করেই ভীষন ভাবে- রাগো যদি জানতে হবে, ভুল হলো পথ চলা। ভাবছো এতে বুঝায় তেজী, যদি থাকি বদমেজাজী, সে ভাবনা নয় ঠিক। বুদ্ধি করে ঠান্ডা মাথায়- চলো যদি ডালে পাতায়, তাই হবে সঠিক। হারতে কেবল চাইনা যদি, জিতেই যাবো নিরবধি- তবে এসো সব- হারিয়ে দেই সব রাগেরে, সদাচারন হোক আগেরে মিষ্টি কলরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।