প্রবাস থেকে - জীবন যখন যেরকম!!
গত মাসে প্রথমবারের মতো তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম রাজশাহীর কোল ঘেঁষে বনলতা সেনের বাড়ী "নাটোর" এ। ছোট-খাট ছিমছাম একটা জেলা শহর। আগে থেকে মোবাইলে কল দিয়ে যাইনি বলে বনলতা সেনের সাথে দেখা হয়নি কিন্তু দেখে এসেছি নাটোর রাজবাড়ী যা এখন "উত্তরা গণভবন" নামেই বেশি পরিচিত। আগেই বলে রাখি ক্ষমতাবলে বাংলাদেশ প্রধানমন্ত্রীর বাড়ী এবং অফিস বলে বিবেচিত উত্তরা গণভবনের মূল ফটক থেকেই দর্শনার্থীর প্রবেশ নাই তবে আগে ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে রাখলে ঢোকা যেতে পারে তবে রাজভবন/ প্রধানমন্ত্রীর বাস ভবনে ঢুকতে দিবে কিনা আমি ঠিক জানি না। সাথে হোমড়া-চোমড়া জলপাই বন্ধু (স্কুল বন্ধু) থাকার ফলে ঘুরাঘুরি বা ছবি তুলতে আমার ঝামেলা পোহাতে হয়নি- যেই দেশে যেই ভাও আরকি!!
মোবাইল ক্যামেরায় তোলা কয়েকটা ফটো শেয়ার করলাম সবার সাথে।
রাজকীয় বসার ঘর- এই ঘরটা আসলেই খুব সুন্দর-
উত্তরা গণভবনের নামফলক যা বঙ্গবন্ধু উদ্বোধন করেন '৭২ সনে-
বসার ঘরের আরেকটা ফটো, ভাল লেগেছে দেখে যে বেশির ভাগ ঘরই এমন ভাবে তৈরি যে দিনের বেলা আলো আসার ভালো ব্যবস্হা আছে, বাতির তেমন কোন প্রয়োজন নাই-
রাজকীয় চেয়ার (হুম! ভাল করে দেখাই তো যাচ্ছে না!)
রাজকীয় খাবার ঘর-
একই প্রাচীরের মধ্যে অন্য আরেকটা রাজভবনের ফটো-
কয়েক কিমি দূরের পুরানো আরেকটা রাজভবন
(পোলাপাইন মনের আনন্দে ফুটবল খেলতেছে) -
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।